জনসমুদ্রে পরিণত সাচনা বাজার: তারেক রহমানের ৩১ দফা রূপরেখা প্রচারে বিএনপি নেতা কামরুজ্জামানের শো-ডাউন

সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, মধ্যনগর, তাহিরপুর ও ধর্মপাশা) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখা জনগণের মধ্যে ছড়িয়ে দিতে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে বিশাল মোটরসাইকেল শো-ডাউন ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জামালগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সাচনা বাজারের বটতলায় আয়োজিত এ জনসভা পরিণত হয় জনসমুদ্রে। সভাস্থলে তিল ধারণের জায়গা ছিল না, পুরো এলাকা মুখর ছিল ‘ধানের শীষ’ সমর্থক কর্মীদের স্লোগানে।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, যিনি আসন্ন জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী হিসেবে পরিচিত।
সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাছুম আহমদ তালুকদার, এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য জুলফিকার চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জুনাব আলী, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল হক, জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন, জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এড. শাহিন, ফজলুল কাদির তৌফিক, সাজ্জাদ মাহমুদ তালুকদার সাজিদ, নুরুল আমীন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রুকন, ও ধর্মপাশা উপজেলা যুবদলের প্রথম যুগ্ম আহ্বায়ক আলমগীর কবীর তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি কামরুজ্জামান কামরুল তার বক্তব্যে বলেন, “আমি নেতা হতে আসিনি, আমার নেতা এই আসনের সাধারণ জনগণ। জামালগঞ্জ সাচনা বাজারের এই এলাকায় একটি সেতুর অভাবে লাখো মানুষ আজও দুর্ভোগে রয়েছেন। স্বাধীনতার পর একমাত্র বিএনপির সাবেক এমপি নজির হোসেনের আমলেই এই অঞ্চলে রাস্তাঘাটসহ ব্যাপক উন্নয়ন হয়েছিল। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে জনগণের উন্নয়ন না করে তারা নিজেদের সম্পদ বাড়াতে ব্যস্ত ছিল।”
তিনি আরও বলেন, “আমরা আন্দোলন, সংগ্রাম আর ত্যাগের রাজনীতি করি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে মাঠে আছি এবং থাকব। দল যাকেই ধানের শীষের মনোনয়ন দেবে, আমরা জিয়ার সৈনিক হিসেবে তার পক্ষেই কাজ করব ইনশাআল্লাহ।”
বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা রূপরেখাই দেশের ভবিষ্যৎ রাজনীতির দিকনির্দেশনা। এ কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
জামালগঞ্জের ঐতিহাসিক বটতলায় অনুষ্ঠিত এ জনসভায় অংশ নেয়া নেতাকর্মীরা লিফলেট বিতরণ, শো-ডাউন ও মিছিলের মাধ্যমে এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করেন। উপস্থিত জনতার ঢল প্রমাণ করেছেআসন্ন নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে বিএনপি এখন আগের চেয়ে অনেক বেশি সংগঠিত ও ঐক্যবদ্ধ।