ফেনীর ফুলগাজী সদরে ইউনিয়নে জামায়াতের উঠান বৈঠক অনুষ্ঠিত

ফেনীর ফুলগাজী সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড ঘনিয়ামোড়া ও ২নং ওয়ার্ড গাবতলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলগাজী সদর ইউনিয়নের উদ্যোগে পৃথক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে এই বৈঠক আয়োজন করা হয়।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এস.এম. কামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত ফুলগাজী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা সামছুল হক, উপজেলা জামায়াতের নায়েবে আমীর আবুল হোসেন মিয়াজী, এবং ফুলগাজী সদর ইউনিয়ন জামায়াতের আমীর আবুল কালাম শামীম।
বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ের সমাজ গঠনে জামায়াত ইসলামী সব সময় অঙ্গীকারবদ্ধ। আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের সমর্থন আদায়ে মাঠ পর্যায়ে সংগঠনের তৎপরতা আরও বৃদ্ধি করার আহ্বান জানান তারা।
তাঁরা বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে ইসলামপ্রিয় জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এসময় স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ কর্মীরা অংশ নিয়ে নির্বাচনী প্রস্তুতি ও সাংগঠনিক দিক নিয়ে মতবিনিময় করেন। উপস্থিত নেতারা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে জনসম্পৃক্ততা বাড়াতে বাড়ি বাড়ি যোগাযোগ, দ্বারপ্রান্তিক প্রচারণা এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে ফুলগাজী উপজেলায় জামায়াতের কার্যক্রম দৃশ্যমানভাবে বৃদ্ধি পেয়েছে। উঠান বৈঠকের মাধ্যমে দলটি তৃণমূল পর্যায়ে সদস্য সংগ্রহ, সাংগঠনিক শক্তি ও গণসংযোগ বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
নেতৃবৃন্দ বলেন, ইসলামিক মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের দোয়া ও সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চায় জামায়াত ইসলামী।