রায়পুর পৌর ২নং ওয়ার্ডের উদ্যোগে মিনি ফুটবল টুর্নামেন্টে রায়পুর স্পোর্টিং ক্লাবের চ্যাম্পিয়ন

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ২নং ওয়ার্ডের আয়োজনে অনুষ্ঠিত “মিনি ফুটবল টুর্নামেন্ট–২০২৫ (সিজন–৫)” এর পর্দা নামলো জমজমাট এক ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে। আজুব চেয়ারম্যান মিয়াজী বাড়ীর মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলায় রায়পুর স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলার নির্ধারিত দুই অর্ধে, প্রতিটি ২০ মিনিট করে, উভয় দল সমান তালে লড়াই করলেও গোলশূন্য ড্র হয়। পরবর্তীতে ট্রাইব্রেকারেও ফলাফল অমিমাংসিত থাকায় টসের মাধ্যমে রায়পুর স্পোর্টিং ক্লাবকে বিজয়ী এবং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটকে রানারআপ ঘোষণা করা হয়।
ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও রায়পুর বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি মোঃ ইব্রাহিম খান। তিনি বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ, সুস্থ এবং ইতিবাচক জীবনধারায় অনুপ্রাণিত করে। ফুটবল কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি ঐক্য, বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের প্রতীক। তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে টুর্নামেন্ট আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও পৌর ২নং বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শরীফ হোসেন এবং সহকারী শিক্ষক ও চরপাতা স্পোর্টিং ক্লাবের সভাপতি সমির কর্মকার। ফাইনাল ম্যাচের উদ্বোধক ছিলেন রায়পুর পৌর যুবদলের সদস্য আব্দুর রহমান (রুবেল)। সভাপতিত্ব করেন পৌর ২নং ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ফখরুল হোসেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ মঞ্জুর হোসেন (সুজন), তানজিল মাহমুদ (সিয়াম), মোঃ রাকিব হোসেন ও খোরশেদ আলম। টুর্নামেন্ট আয়োজনে ছিলেন মোঃ হাসান, মোঃ শাকিব, মোঃ সামাদ, মোঃ জিসান ও মোঃ জুনায়েদ।
পুরো মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। স্থানীয় দর্শক, খেলোয়াড় ও সমর্থকদের উপস্থিতিতে মিয়াজী বাড়ীর মাঠ পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়। তরুণদের কণ্ঠে উৎসাহধ্বনি, বিজয়ীদের আনন্দ উল্লাস আর অতিথিদের অনুপ্রেরণামূলক বক্তব্যে রায়পুরবাসী উপভোগ করে এক স্মরণীয় বিকেল।
এই আয়োজনকে ঘিরে স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। অংশগ্রহণকারী দলগুলো আশাবাদ ব্যক্ত করেছে, ভবিষ্যতেও এমন প্রতিযোগিতা নিয়মিতভাবে আয়োজন করা হবে।