টুঙ্গিপাড়ায় যুবলীগ নেতার পদত্যাগ

রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার প্রেক্ষাপটে আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে দলটির সকল কার্যক্রম ও পদ থেকে পদত্যাগ করেছেন টুঙ্গিপাড়া পৌর যুবলীগের সদস্য মোঃ সৈয়দ আল-আমিন।
রবিবার (৪ জানুয়ারি) দুপুর ১২টায় টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে উপস্থিত হয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সামনে এক লিখিত বক্তব্যের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।
লিখিত বক্তব্যে মোঃ সৈয়দ আল-আমিন জানান, তিনি টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী গ্রামের মরহুম সৈয়দ মুনসুর আলীর পুত্র। তিনি দীর্ঘদিন ধরে টুঙ্গিপাড়া পৌর যুবলীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। দেশের বর্তমান প্রেক্ষাপট ও প্রচলিত আইনের প্রতি সম্মান জানিয়ে তিনি আজ থেকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল স্তরের দায়িত্ব থেকে স্থায়ীভাবে সরে দাঁড়িয়েছেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও উল্লেখ করেন যে, এই সিদ্ধান্ত তিনি সম্পূর্ণ স্বেচ্ছায় গ্রহণ করেছেন এবং এতে কারো কোনো প্রকার চাপ বা প্রভাব নেই। একইসাথে তিনি এটিও স্পষ্ট করেন যে, বর্তমান ও ভবিষ্যতে তিনি আর কোনো প্রকার রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে নিজেকে সম্পৃক্ত করবেন না।
সংবাদ সম্মেলনে টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।