সরাইল কেন্দ্রীয় সমবায় সমিতি নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দী সেলিম ঠাকুর ও নূর আলম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (বিআরডিবি) নির্বাচন-২০২৫ সামনে রেখে উত্তাপ ছড়াচ্ছে স্থানীয় রাজনৈতিক অঙ্গন। আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করছেন দুই প্রভাবশালী প্রার্থী সেলিম আজহারুল ইসলাম ঠাকুর ও মো. নূর আলম মিয়া। আগামী ১০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন, যেখানে মোট ১৪৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
প্রার্থী সেলিম আজহারুল ইসলাম ঠাকুর সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক ও সরাইল উপজেলা বিএনপির সহ-সভাপতি। দীর্ঘদিন ধরে তিনি শিক্ষা, রাজনীতি ও সমাজসেবায় সক্রিয় ভূমিকা রেখে আসছেন। অতীতে তিনি সরাইল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন সফলতার সঙ্গে।
এছাড়া সবুজ সংসদসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্বে থেকেও তিনি প্রশংসিত হয়েছেন। আসন্ন নির্বাচনে তিনি সভাপতি পদে জয়ের ব্যাপারে আশাবাদী।
সেলিম ঠাকুর বলেন, “আমি সমবায়ের উন্নয়ন ও সদস্যদের স্বার্থরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব। সকলের দোয়া ও সহযোগিতায় বিজয়ী হয়ে সরাইলের উন্নয়নে কাজ করতে চাই।”
অপরদিকে, সভাপতি পদে প্রতিদ্বন্দী অপর প্রার্থী মো. নূর আলম মিয়া সরাইল উপজেলা যুবদলের সদস্য সচিব। তিনি রাজনীতির পাশাপাশি স্থানীয় ব্যবসা ও বিভিন্ন সামাজিক জনহিতকর কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রেখেছেন। তরুণ প্রজন্মের মাঝে তিনি জনপ্রিয় এক মুখ হিসেবে পরিচিত।
নূর আলম বলেন, “আমি সব সময় জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকব। যুব সমাজের উন্নয়ন ও সমবায়ের অগ্রগতি আমার অঙ্গীকার। আসন্ন নির্বাচনে সবার ভালোবাসা ও ভোট চাই।”
নির্বাচনকে ঘিরে সমবায় সদস্যদের মধ্যে ইতোমধ্যেই উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। দুই প্রার্থীর সমর্থকরা মাঠে নেমে পড়েছেন প্রচারণায়। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই নির্বাচনে জয়-পরাজয় নির্ভর করবে প্রার্থীদের ব্যক্তিগত সম্পর্ক, অতীত কর্মকাণ্ড এবং ভোটারদের আস্থার ওপর।
সরাইল বিআরডিবি’র আরডিও মো. মাসুদ রানা জানান, “নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ১০ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।”
সমবায় সমিতি স্থানীয় উন্নয়ন, গ্রামীণ অর্থনীতি ও ক্ষুদ্র উদ্যোক্তা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এই নির্বাচনকে ঘিরে স্থানীয়দের আগ্রহ ও প্রত্যাশা অন্য যেকোনো সময়ের তুলনায় বেশি।