গণ বিশ্ববিদ্যালয়ে প্রাণী সংরক্ষণে ভেটেরিনারি সায়েন্সের গুরুত্ব নিয়ে সেমিনার অনুষ্ঠিত

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) অনুষ্ঠিত হয়েছে প্রাণী সংরক্ষণে ভেটেরিনারি বিজ্ঞানের ভূমিকা ও ‘ওয়ান হেলথ’ ধারণার বাস্তব প্রয়োগ নিয়ে দিনব্যাপী সেমিনার। “Integrating Veterinary Medicine & Wildlife Conservation for Sustainable Future” প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে প্রাণী স্বাস্থ্য, সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সভা কক্ষে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের করনেল ইউনিভার্সিটির প্রফেসর ড. মার্টিন গিলবার্ট এবং ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের (সিসিএ) সহ-প্রতিষ্ঠাতা শাহরিয়ার সিজার রহমান।
বক্তারা বলেন, প্রাণী সংরক্ষণ কেবল প্রাণীর অস্তিত্ব রক্ষার বিষয় নয়, বরং এটি মানবস্বাস্থ্য, পরিবেশ ও জীববৈচিত্র্যের সুরক্ষার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। প্রফেসর ড. মার্টিন গিলবার্ট বলেন, “বন্যপ্রাণীর স্বাস্থ্য সংরক্ষণ শুধু প্রাণীর জন্য নয়, বরং পরিবেশ এবং মানবস্বাস্থ্যের জন্যও গুরুত্বপূর্ণ। যথাযথ চিকিৎসা ও গবেষণার মাধ্যমে আমরা বন্যপ্রাণীর সংখ্যা বৃদ্ধি এবং রোগ প্রতিরোধে সফল হতে পারি।”
শাহরিয়ার সিজার রহমান বলেন, “প্রাণী সংরক্ষণ আমাদের দায়িত্ব, এটি কেবল গবেষক বা সংগঠনের কাজ নয়। সুযোগ পেলে সবাই এই উদ্যোগের অংশ হতে পারেন। মাঠ পর্যায়ে পরিকল্পনা ও স্বেচ্ছাসেবী প্রচেষ্টার মাধ্যমেই বাস্তব পরিবর্তন সম্ভব।”
অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম খান বলেন, “বাংলাদেশের সুন্দরবন ও অন্যান্য এলাকায় নানা প্রজাতির বন্যপ্রাণী রয়েছে। কিন্তু দূষণ ও জলবায়ু পরিবর্তনের কারণে তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়ছে। এখনই সংরক্ষণমূলক পদক্ষেপ গ্রহণ করা জরুরি।”
সেমিনারে চারটি অধিবেশন অনুষ্ঠিত হয় জুনোটিক ও ওয়াইল্ডলাইফ ডিজিজ, কনজারভেশন ও থ্রেটেন্ড স্পিসিজ, ওয়ান হেলথ ও ক্লাইমেট চেঞ্জ এবং ওয়াইল্ডলাইফ হেলথ ও ডায়াগনস্টিকস। এসব অধিবেশনে শিক্ষার্থীরা পোস্টার প্রদর্শনী ও গবেষণামূলক প্রেজেন্টেশনের মাধ্যমে তাদের ধারণা তুলে ধরেন।
সেমিনারটির সার্বিক সহযোগিতায় ছিল ATBC এশিয়া-প্যাসিফিক চ্যাপ্টার, এবং অর্থায়নে ছিল সেন্টার ফর মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ, গণ বিশ্ববিদ্যালয়।