রাষ্ট্র পরিচালনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চেয়ে সৎ লোক আমরা পাই নি- মেজর (অবঃ) হাফিজ উদ্দিন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বই আমাদের আদর্শ। তিনি আরও বলেন, “এই দেশে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তার চেয়ে সৎ মানুষ আমরা পাই নি। পাঁচ বছর রাষ্ট্রক্ষমতায় থাকার পর মৃত্যুর সময় তার কোনও ব্যাংক ব্যালেন্স বা জমি নেই। তিনি কখনো আত্মীয়করণ বা স্বজনপ্রীতি করেননি। আমাদের রাজনীতি তাও অনুসরণ করেই পরিচালিত হয়।”
শুক্রবার (১৭ অক্টোবর) সকালেই লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনের এক মতবিনিময় সভায় হাফিজ উদ্দিন আহমেদ এ বক্তব্য দেন। সভার আয়োজন করা হয়েছিল কামিল মাদরাসা সংলগ্ন পৌর ঈদগাঁ ময়দানে। এ সময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলার আলিয়া মাদরাসার শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জামিয়াতুল মোদারর্ছীন লালমোহন উপজেলা শাখার সভাপতি ও লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মোশাররফ হোসাইন। সঞ্চালনা করেন জামিয়াতুল মোদারর্ছীন এর সিনিয়র সহসভাপতি মাওলানা হোসেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন, শফিউল্লাহ হাওলাদার, ড. রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটওয়ারী, এবং জামিয়াতুল মোদারর্ছীনের সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম তালুকদার।
সভায় হাফিজ উদ্দিন আহমেদ আরও উল্লেখ করেন, “বিগত সরকারের সময়ে অবর্ণনীয় দুর্নীতি, অনিয়ম ও অবিচার দেখা গেছে। কিন্তু আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, লালমোহন ও তজুমদ্দিনে কোনো দুর্নীতিবাজের স্থান হবে না। আপনারা আমার ওপর আস্থা রাখতে পারেন।”
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাদরাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহসুপার, সহকারী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। হাফিজ উদ্দিন আহমেদের এই বক্তব্যে শিক্ষাবিদ ও স্থানীয় নেতারা এক ধরনের রাজনৈতিক দায়িত্ববোধ ও সততার উদাহরণ হিসেবে গ্রহণ করেছেন।