সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) রোবটিক্স ক্লাবের দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. সোহেল, আর সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন রুবায়েত তোহা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৬২১ নম্বর কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন রাহাত হোসাইন রনি, সহ-সাধারণ সম্পাদক মো. রিদয় হোসেন, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক আলিমুন জিসান, আয়োজক সম্পাদক জাহিদ হাসান সানি এবং মিডিয়া সম্পাদক হিসেবে মেহরাব হোসাইন জিসান দায়িত্ব পালন করবেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সঞ্জয় পাল, মো. আহসান হাবিব, ওলি উল্লাহ ফাহাদ, মো. মেহেদী হাসান, আনিকা আনজুম মিম, মো. শাহরিয়ার সুমদ্র এবং জুবাইদা ইসলাম জুহি।
রোবটিক্স ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক রুবায়েত তোহা বলেন, “আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। নতুন কমিটির সূচনার মধ্য দিয়ে রোবটিক্স ক্লাব নতুন দিগন্তে পা রাখবে। রোবটিক্স শুধু প্রযুক্তি শেখার প্ল্যাটফর্ম নয়—এটি নেতৃত্ব, সহযোগিতা ও উদ্ভাবনের এক প্রশিক্ষণ ক্ষেত্র।”
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ফজলুল করিম। তিনি বলেন, “রোবটিক্স চতুর্থ শিল্প বিপ্লবের কেন্দ্রবিন্দু। উন্নত বিশ্বে এর ব্যবহার দ্রুত বাড়ছে। আমাদের দেশকেও প্রযুক্তির এই ধারা অনুসরণ করে অগ্রসর হতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ভারপ্রাপ্ত প্রধান ছামছি আরা, বিভাগের অন্যান্য শিক্ষক, নবনির্বাচিত ছাত্র সংসদের প্রতিনিধিরা এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
রোবটিক্স ক্লাবের সদস্যরা জানান, তারা আগামী দিনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নিয়মিত ওয়ার্কশপ, প্রতিযোগিতা ও প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করবেন, যাতে শিক্ষার্থীরা প্রযুক্তি ও উদ্ভাবনে আরও দক্ষ হয়ে উঠতে পারেন।