গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে চেক বিতরণসহ নানা উন্নয়নমূলক কর্মসূচির আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও যুগ্ম সচিব মোহাম্মদ কামরুজ্জামান।
মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে ২ লাখ ৬৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়। পাশাপাশি কৃষকদের মধ্যে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ ও সার, এবং শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ, ফুটবল, ভলিবলসহ খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান কোটালীপাড়া উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, থানা, পিঞ্জরী ইউনিয়ন পরিষদ, পিঞ্জরী ইউনিয়ন ভূমি অফিস, পিঞ্জরী ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন পরিদর্শন করেন।
চেক বিতরণ শেষে জেলা প্রশাসক বলেন, “নারীদের স্বনির্ভর করতে সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। এই সহায়তা নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করবে।” তিনি আরও জানান, মাঠপর্যায়ে কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও শিক্ষার্থীদের মানসিক বিকাশে প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক, সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, স্থানীয় পুলিশ প্রশাসন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জেলা প্রশাসকের এমন উদ্যোগে এলাকায় আনন্দ ও উৎসাহের পরিবেশ সৃষ্টি হয়। বিশেষ করে স্বেচ্ছাসেবী নারী সংগঠনগুলো এই সহায়তাকে স্বাবলম্বিতা অর্জনের নতুন অনুপ্রেরণা হিসেবে দেখছেন।