বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো রামু প্রেস ক্লাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। রোববার (৭ সেপ্টেম্বর) বিকালে রামু উপজেলা পরিষদের হিমছড়ি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান। এ উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় রামু প্রেস ক্লাবের সাবেক সদস্য সচিব এসএম জাফরকে বিশেষভাবে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামু প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এম আবদুল্লাহ আল মামুন। স্বাগত বক্তব্য দেন সাবেক সভাপতি খালেদ শহীদ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুল আলম, জামায়াতে ইসলামী রামু উপজেলা শাখার আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল্লাহ মোহাম্মদ হাসান, রামু ওলামা পরিষদের সভাপতি মাওলানা মোহছেন শরীফ, জেলা বিএনপির সদস্য মেরাজ আহমেদ মাহিন চৌধুরী, জামায়াতে ইসলামী রামু উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু নাঈম মুহাম্মদ হারুনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা ২৪ এর গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। তারা বলেন, স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ছাড়া গণতন্ত্রকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। গণমাধ্যমকে মানুষের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে হবে। স্বৈরাচার ও দমন-পীড়নের পরিবেশ যেন আর ফিরে না আসে—এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আল মাহমুদ ভূট্টো, কার্যকরী সদস্য জহির উদ্দিন খন্দকার, আবু বকর ছিদ্দিক, হামিদুল হক, কামাল হোসেন, নুরুল হক সিকদারসহ অনেকে। সাংবাদিক কায়েদ আলম কায়ছার, নুরুল আমিন, শাহজাহান, মো. ইলিয়াছ ও উচ্ছ্বাস বড়ুয়া আলোচনায় অংশ নেন।
বক্তারা ১৯৮৮ সালে রামু প্রেস ক্লাব প্রতিষ্ঠার ঐতিহাসিক ভূমিকা স্মরণ করেন। তারা বলেন, রামু উপজেলার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে প্রেস ক্লাবের সদস্যরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। সত্যনিষ্ঠ সাংবাদিকতার বিকাশে সাংবাদিকদের ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ বজায় রাখার গুরুত্বও তারা তুলে ধরেন।