ব্রাহ্মণবাড়িয়ায় আত্মপ্রকাশ করলো ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর জেলা আহ্বায়ক কমিটি। রবিবার (৭ সেপ্টেম্বর ২০২৫) বিকালে জেলা শহরের ইয়াদ কমপ্লেক্সে অবস্থিত আইপি চ্যানেল পথিক টিভির কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে কমিটির ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা জানান, আপ বাংলাদেশ একটি অরাজনৈতিক জনগণের প্ল্যাটফর্ম। এর মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের অধিকার রক্ষা, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখা এবং গণতন্ত্রের ভিত্তিকে আরও শক্তিশালী করা। জেলা আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে উপজেলা ও গ্রাম পর্যায়ে সাংগঠনিক কাঠামো বিস্তৃত করার পরিকল্পনা তুলে ধরেন তারা।
নেতৃবৃন্দ বিশেষভাবে উল্লেখ করেন যে, তরুণ প্রজন্মকে নেতৃত্বের ধারায় সম্পৃক্ত করার মাধ্যমে একটি সচেতন, দায়িত্বশীল ও সক্রিয় সমাজ গড়ে তোলাই সংগঠনের অন্যতম অঙ্গীকার। জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা সমাধানেও কাজ করবে এই সংগঠন।
নতুন গঠিত জেলা আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু সাঈদ মুহাম্মদ মেরাজ এবং সদস্য সচিব হয়েছেন মাহমুদুল ইসলাম আবিদ। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন তারিকুল ইসলাম মোবাশ্বের ও নাজিমুল ইসলাম। যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ তাসনিম ভূঁইয়া, হাদিউল ইসলাম সাফিউ এবং বকুল সাধন।
সংবাদ সম্মেলনে তারা আশা প্রকাশ করেন যে, আপ বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার জনগণের প্রত্যাশা পূরণে ইতিবাচক ও কার্যকর ভূমিকা রাখবে।
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে দেশে নানা রকম নাগরিক প্ল্যাটফর্ম ও সামাজিক আন্দোলনের উত্থান ঘটেছে। এর মধ্যে আপ বাংলাদেশ সাধারণ মানুষের দাবি-দাওয়া ও অধিকার প্রতিষ্ঠায় ভিন্নধর্মী ভূমিকা রাখতে চায়। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার মতো সম্ভাবনাময় অঞ্চলে তরুণদের সম্পৃক্ততা স্থানীয় উন্নয়ন ও সামাজিক পরিবর্তনে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে অভিমত স্থানীয় বিশ্লেষকদের।