ইটনায় সরকারি প্রকল্পের অর্থ ছাড়ে ঘুষ ছাড়া মিলছে না চেক—মসজিদের টাকাও বাদ যাচ্ছে না!
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় সরকারি বরাদ্দের অর্থ ছাড় করতে গিয়ে ঘুষ দিতে বাধ্য হচ্ছেন প্রকল্পভুক্তরা—এমন অভিযোগ বহুদিনের। এবার অভিযোগ উঠেছে, মসজিদের জন্য বরাদ্দকৃত অর্থ থেকেও ঘুষ আদায় করেছেন প্রকল্প বাস্তবায়ন অফিসের দুই কর্মকর্তা।
অভিযোগের তীর ইটনা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহকারী মাসুম শেখ এবং সাব-ইঞ্জিনিয়ার আজিজুল হক আজিজ-এর বিরুদ্ধে।
উপজেলার মৃগা ইউনিয়নের রামকৃষ্ণপুর জামে মসজিদ কমিটির সভাপতি রহমত আলী জানান,
“মসজিদের উন্নয়নের জন্য ১ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। প্রথম দফায় ৬০ হাজার টাকার চেক ছাড়ের সময় ১৫ হাজার টাকা ঘুষ চাওয়া হয়। এরপরও আমরা টাকা দিয়ে চেক নিই, কারণ মসজিদের উন্নয়ন থেমে থাকবে বলে ভয় ছিল। এখন দ্বিতীয় দফার চেক ছাড় করতে গেলেও বলা হয়েছে, আগে ঘুষ না দিলে চেক মিলবে না। কোনো কারণও জানানো হয়নি।”
অভিযোগ জানতে চাইলে অফিস সহকারী মাসুম শেখ ও সাব-ইঞ্জিনিয়ার আজিজ দায় স্বীকার না করে বিষয়টি ঘুরিয়ে বলেন—