পশ্চিম দেবপুর হাজী মতিউর রহমান মসজিদে নামাজ পড়ে ১১ জন পেয়েছে সাইকেল

মশি উদ দৌলা রুবেল, ফেনী।। পশ্চিম দেবপুর হাজী মতিউর রহমান মসজিদে  ১১ শিশু-কিশোর পেয়েছে সাইকেল ও ৩১ জনকে দেওয়া হয়েছে উপহারসামগ্রী।শনিবার ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের পশ্চিম দেবপুর পোদ্দার বাড়ী সংলগ্ন মাঠে আমরা সেবক নামের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে পোদ্দার বাড়ী প্রবাসীবৃন্দের পক্ষ থেকে তাদের পুরস্কার দেওয়া হয়।
দেবপুর ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অবসর প্রাপ্ত শিক্ষক মাষ্টার আমিন উল্লাহর সভাপতিত্বে ও ফেনী পলিটেকনিক ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক আবু সাঈদ নিরবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমরা সেবক এর সভাপতি রাকিব হাসান পোদ্দার, হাজী মতিউর রহমান জামে মসজিদের সভাপতি খালেদ হোসেন ডালিম,খতিব মাওলানা মুফতি সাইফুল ইসলাম, পেশ ইমাম মাওলানা হাফেজ মহি উদ্দিন,আমরা সেবক এর সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাবু,সাখাওয়াত হোসেন সাকের,প্রচার সম্পাদক মিনহাজুল হক মিহির ও দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন মিরাজ প্রমূখ।এই সময় মসজিদের ইমাম,খতিব,পরিচালনা পর্ষদের সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।
খতিব সাহেব বক্তব্যে বলেন,নামাজ যাবতীয় অশ্লীল, পাপকাজ থেকে বিরত রাখে,৪০দিন টানা নামাজ আদায় করলে নামাজে অভস্ত্যতা আসে এটি হাদিসের শিক্ষা ঐ আলোকে আমরা তরুণ সমসজকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করি,তারা নামাজি হলে মাদক,ইভটিজিং ও সামাজিক সকল অপরাধ থেকে বাঁচতে পারবে বলে আশা করছি, আল্লাহ কবুল করুন,আমীন।আমরা সেবক এর সভাপতি রাকিব হাসান পোদ্দার বলেন,৫ ওয়াক্ত নামাজ আদায় কারীকে আল্লাহ পুরস্কৃত করবেন।আমরা শিশু-কিশোরদের নামাজে আগ্রহী করতে এই উদ্যোগ নিয়েছি।শুধু পোদ্দার বাড়ী এলাকা নয়,আশপাশের গ্রাম ও শহরেও এটা ছড়িয়ে যাক।তাতে কোমলমতি শিশু-কিশোরেরা মুঠোফোনের আসক্তি ও সামাজিক অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে।ভবিষ্যতেও এমন মহৎ কাজ অব্যাহত রাখা হবে।