ফেনীর সোনাগাজী সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ইউনিয়নের ছাড়াইত কান্দি হোছাইনিয়া মাদ্রাসা মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আসন্ন জাতীয় নির্বাচন ও দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে আয়োজিত এ সম্মেলনে স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল উৎসবমুখর।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক এডভোকেট শাহানা আক্তার শানু।
সভায় সভাপতিত্ব করেন সোনাগাজী উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাবলু এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক ছাত্রদল নেতা রাসেল পাটোয়ারি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, ফেনী জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস মিতা, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপি নেতা সেলিম রেজা, মোজাম্মেল হক মাসুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বোরহান উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন পবির, সদর ইউনিয়ন বিএনপি নেতা আলমগীর হোসেন মেম্বার এবং সাবেক ছাত্রদল নেতা নুর হাদী মিস্টার।
বক্তারা বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপি আন্দোলনের পথে রয়েছে।
তারা আরও বলেন, সরকারের দমন-পীড়ন ও মামলার ভয় না পেয়ে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
কর্মীসম্মেলন থেকে নেতারা ঘোষণা দেন, আসন্ন নির্বাচনে জনগণের সমর্থন অর্জনে ঘরে ঘরে গিয়ে দলীয় বার্তা পৌঁছে দেওয়া হবে।
এসময় বক্তারা দলীয় নেতাকর্মীদের সাংগঠনিকভাবে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। সম্মেলনে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন, যা এলাকাজুড়ে এক প্রাণবন্ত রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই কর্মী সম্মেলনের মধ্য দিয়ে সোনাগাজীতে বিএনপি আবারও মাঠে সক্রিয় হওয়ার ইঙ্গিত দিয়েছে।
নেতৃবৃন্দের বক্তব্যে উঠে এসেছে গণতান্ত্রিক আন্দোলনের নতুন দিকনির্দেশনা ও জনগণের কাছে ফিরে যাওয়ার অঙ্গীকার।