গোপালগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত, গ্রেপ্তার ১ জন

গোপালগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘটেছে মর্মান্তিক হত্যাকাণ্ড। চার্জার চাওয়াকে কেন্দ্র করে আল আমিন মোল্লা (২১) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে আল রাফি শেখ (১৯)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার পাথালিয়া দোলা পেট্রোল পাম্পসংলগ্ন একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
নিহত আল আমিন সদর উপজেলার বোড়াশি ইউনিয়নের চরপাথালিয়া গ্রামের নায়েব আলী মোল্লার ছেলে। তিনি স্থানীয় ওই চায়ের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আল রাফি শেখকে গ্রেপ্তার করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে আল রাফি শেখ মোবাইল চার্জ দেওয়ার জন্য আল আমিনের কাছে চার্জার চান। কিন্তু আল আমিন চার্জার দিতে অস্বীকৃতি জানান। এ নিয়েই শুরু হয় দুজনের মধ্যে বাকবিতণ্ডা। এক পর্যায়ে আল আমিন রাফিকে ধাক্কা দিলে ক্ষুব্ধ হয়ে রাফি দোকান থেকে ছুরি এনে আল আমিনের বুকের ওপর উপর্যুপরি কোপাতে থাকে।
রক্তাক্ত অবস্থায় আল আমিন মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি মো. শাহ আলম বলেন, “ঘটনার সঙ্গে জড়িত রাফিকে আমরা গ্রেপ্তার করেছি। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড নয়, তাৎক্ষণিক ক্ষোভ থেকেই ঘটনা ঘটেছে বলে ধারণা করছি। নিহতের পরিবার মামলা প্রস্তুত করছে।”
স্থানীয়দের ভাষ্যে, নিহত আল আমিন পরিশ্রমী ও শান্ত স্বভাবের ছেলে ছিলেন। এমন নির্মম ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।