আ:লীগ কর্মী বিস্ফোরক মামলায় জামিন পেয়ে চাদা দাবি ও জমি দখলের হুমকি, রয়েছে নানা অভিযোগ

পিরোজপুরের ইন্দুরকানীতে বিস্ফোরক মামলায় জামিনে মুক্ত হয়ে আওয়ামী লীগ কর্মী বাবুল বেপারীর বিরুদ্ধে চাঁদা দাবি ও জমি দখলের হুমকির অভিযোগ উঠেছে। স্থানীয় ভুক্তভোগী মো. শরিফ বিল্লাহ অভিযোগ করেছেন, সম্প্রতি বাবুলসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তার জমিতে প্রবেশ করে অর্থ দাবি করে এবং জমি দখলের হুমকি দেয়।
ভুক্তভোগী শরিফ বিল্লাহ জানান, গত ৩১ আগস্ট বিকালে তিনি নিজের জমিতে চাষাবাদের জন্য গেলে বাবুল, তার ছেলে ও পিতা সহ আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে উপস্থিত হয়। এ সময় তারা মোটা অঙ্কের টাকা দাবি করে। টাকা না দিলে জমিতে চাষাবাদ করতে দেওয়া হবে না, বরং জমি দখল করে নেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়।
অভিযোগ প্রসঙ্গে বাবুল বেপারী দাবি করেন, তিনি চাঁদা দাবি করেননি। তার ভাষায়, “আমি যদি চাঁদা দাবি করি তাহলে আইনের বিচারের মুখোমুখি হতে প্রস্তুত আছি। জমি যদি আমার প্রাপ্য হয় তবে পাবো, না হলে নিবো না। বরং আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে হয়রানি করা হচ্ছে।”
চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু বলেন, এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাননি। তবে তিনি উল্লেখ করেন, বাবুল ‘লোক সুবিধার’ মানুষ নন এবং অভিযোগ পেলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন জানান, ভুক্তভোগীর অভিযোগ পেয়েছেন। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গত বছরের ৬ সেপ্টেম্বর ইন্দুরকানী থানায় বিএনপির তৎকালীন সহ-সভাপতি আবুল কালাম সিকদারের বাড়িতে ভাঙচুর, লুটপাট ও ককটেল বোমা বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক আইনে মামলা হয়। মামলায় শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীর নাম আসে, যার মধ্যে বাবুল বেপারী ও তার ভাই অহিদুল বেপারীর নামও রয়েছে।
দীর্ঘদিন কারাভোগের পর চলতি বছরের ২৮ আগস্ট হাইকোর্ট থেকে জামিন পান বাবুল। এর আগে ২০২২ সালের ১৮ এপ্রিল তিনি একটি ধর্ষণ মামলায় আসামি হয়ে কারাভোগ করেন। এছাড়া ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি মোস্তফা বাঘাকে কুপিয়ে জখম করার ঘটনায়ও তার পরিবারকে আসামি করে মামলা হয়।
এই ধারাবাহিক মামলার ইতিহাস বাবুল বেপারীর বিরুদ্ধে অভিযোগের পেছনে নতুন করে প্রশ্ন তুলেছে স্থানীয়দের মধ্যে।