ফেনীতে টিউবওয়েল মিস্ত্রীদের প্রশিক্ষণ কর্মশালা

ফেনীতে আর্সেনিকমুক্ত নিরাপদ পানি নিশ্চিত করতে টিউবওয়েল মিস্ত্রীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) দাগনভূঁঞা উপজেলার টাইম পাস মিলনায়তনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীস্থ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শফিউল হক। সভাপতিত্ব করেন দাগনভূঁঞা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. হারুন অর রশিদ হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. আশরাফুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. হাসান পারভেজ এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মেকানিক শাহাদাত হোসাইন।
প্রশিক্ষণ কর্মশালায় টিউবওয়েল মিস্ত্রীদের হাতে-কলমে প্রশিক্ষণের পাশাপাশি আর্সেনিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, দক্ষ মিস্ত্রী দ্বারা নলকূপ স্থাপনের গুরুত্ব এবং প্রতিকূল পরিবেশে পানি ব্যবহারে সহযোগিতামূলক ভূমিকা রাখার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।
স্বাগত বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিওবি-ইউনিসেফ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ইফতেখার আলম। আরও বক্তব্য রাখেন ভার্কের এরিয়া ম্যানেজার রবি উল্লাহ রবি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক এম. এমরান পাটোয়ারী ও প্রকল্পের জেলা ফ্যাসিলিটেটর মো. শরিফুল ইসলাম।
কর্মশালায় ফেনী জেলার বিভিন্ন স্থান থেকে আসা নলকূপ মিস্ত্রীসহ সংশ্লিষ্ট পেশাজীবীরা অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, দক্ষ মিস্ত্রীদের মাধ্যমে সঠিকভাবে নলকূপ স্থাপন করা গেলে আর্সেনিকমুক্ত নিরাপদ পানির প্রাপ্যতা বৃদ্ধি পাবে, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাংলাদেশে ভূগর্ভস্থ পানিতে আর্সেনিক একটি দীর্ঘদিনের সমস্যা। বিশেষজ্ঞরা মনে করেন, সঠিকভাবে স্থাপিত নলকূপ ও নিয়মিত পানি পরীক্ষা করলে এ ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।