মনোহরদীতে উপজেলা পল্লী চিকিৎসক সমিতির কমিটি গঠন

নরসিংদীর মনোহরদীতে গঠিত হলো উপজেলা পল্লী চিকিৎসক সমিতির নতুন কমিটি। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার হোটেল নূরজাহান এন্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত পল্লী চিকিৎসক কনফারেন্স শেষে এ কমিটি ঘোষণা করা হয়।
কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ সবুজ আলী আনুষ্ঠানিকভাবে কমিটির নাম ঘোষণা করেন। এতে অভিজ্ঞ পল্লী চিকিৎসক ডা. আবুল কাশেম জুলহাস সভাপতি এবং ডা. মাসুম মোহাম্মদ আরিফ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
নবগঠিত কমিটির সহ-সভাপতি হয়েছেন উত্তম কুমার রায় খোকন। সহ-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন ডা. মো. আরিফুল ইসলাম ও ডা. আবুল কাশেম। সাংগঠনিক সম্পাদক হয়েছেন ডা. ফিরোজ মিয়া এবং সহ-সাংগঠনিক সম্পাদক ডা. শামসুজ্জামান বুলু।
কোষাধ্যক্ষের দায়িত্বে আছেন ডা. রবিউল্লাহ। মহিলা বিষয়ক সম্পাদক হয়েছেন ডা. মোসা: হেলেনা, প্রচার সম্পাদক ডা. মাসুদ রানা এবং দপ্তর সম্পাদক ডা. মো. মাসুদ ভূঁইয়া। সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন ডা. নাজমুল কবীর সোহাগ এবং সহ-সমাজকল্যাণ সম্পাদক ডা. রাখাল চন্দ্র সাহা।
এছাড়া ধর্ম বিষয়ক সম্পাদক হয়েছেন ডা. মাওলানা মো. এমরুল ইসলাম। কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. মকবুল হোসেন, ডা. মো. জহির, ডা. জয়নাল আবেদীন ভূঁইয়া, ডা. মতিউর রহমান, ডা. লুৎফর রহমান শামীম, ডা. বিশ্বজিৎ চন্দ্র দাস, মো. আবু বাক্কার ছিদ্দিক ও মো. সোহাগ মিয়া।
নবগঠিত কমিটির সভাপতি ডা. আবুল কাশেম জুলহাস সকল পল্লী চিকিৎসকসহ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, মনোহরদী উপজেলার পল্লী চিকিৎসকরা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন। নতুন কমিটির মূল লক্ষ্য হবে তাদের সমস্যাগুলো সমাধান এবং চিকিৎসা সেবার মানোন্নয়ন করা।
তিনি সম্পাদকমণ্ডলী, কার্যকরী সদস্য ও পল্লী চিকিৎসক সমাজের সার্বিক সহযোগিতা কামনা করেন।