
‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতার আস্থা আজ সমাজসেবায়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস।
আজ শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টা ৩০ মিনিটে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তন ‘শাপলা হল’-এ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগুফ্তা হকের সভাপতিত্বে সভায় প্রধান ও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মিজানুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাধন বল।
আলোচনা সভায় বক্তারা বর্তমান সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহারের ফলে সমাজসেবা অধিদপ্তরের ভাতা ও অন্যান্য সুবিধাদি সরাসরি প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে যাচ্ছে, যা স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করেছে।
সভাপতির বক্তব্যে নির্বাহী কর্মকর্তা সাগুফ্তা হক বলেন, “সমাজসেবা অধিদপ্তর অসহায় ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। প্রযুক্তির ছোঁয়ায় ও মানবিক মমতায় সমাজসেবা আজ জনগণের দোরগোড়ায় পৌঁছে গেছে।” তিনি সমাজসেবার মাধ্যমে সাধারণ মানুষ কীভাবে উপকৃত হচ্ছে তার বিভিন্ন দিক বিস্তারিতভাবে তুলে ধরে সভার সমাপ্তি ঘোষণা করেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ এবং বিপুল সংখ্যক সেবাগ্রহীতা ও উপকারভোগী উপস্থিত ছিলেন।