নড়াইলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে “ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার” আয়োজন করেছে দিনব্যাপী একটি বিনামূল্যের মেডিকেল ক্যাম্প। শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নড়াইল সদরের চৌগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই ক্যাম্পে প্রায় ১৪ শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও ওষুধ গ্রহণ করেন।
স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও মানবিক ও সহজপ্রাপ্য করার লক্ষ্যে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ডা. দীপ বিশ্বাস। তিনি বলেন, “আমরা চাই নড়াইলবাসী যেন অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে কখনও চিকিৎসা থেকে বঞ্চিত না হন। সমাজের প্রতিটি মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”
ক্যাম্পে রক্তচাপ, ওজন নির্ণয়, ডায়াবেটিস ও রক্তের গ্রুপ পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করা হয়। পাশাপাশি চোখ, গাইনী, শিশু, অর্থোপেডিক ও হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ গ্রহণের সুযোগ পান আগত রোগীরা। চিকিৎসা গ্রহণের পর প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে সরবরাহ করা হয়।
স্থানীয়রা জানান, নড়াইলের প্রত্যন্ত অঞ্চলে মানসম্মত চিকিৎসা সুবিধা অনেক সময় নাগালের বাইরে থাকে। এই ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মাঝে নতুন আশা জাগিয়েছে। অনেকে বলেন, এমন ক্যাম্প নিয়মিত হলে তারা প্রাথমিক পর্যায়েই রোগ নির্ণয় ও চিকিৎসা নিতে পারবেন, যা দীর্ঘমেয়াদে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
উল্লেখ্য, “ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার” প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্যসেবা সহজপ্রাপ্য করতে কাজ করে যাচ্ছে।
এদিনের মেডিকেল ক্যাম্পে শত শত মানুষ চিকিৎসা ও ওষুধ পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং এমন উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।