ফেনীর ছাগলনাইয়া উপজেলার নিজপানুয়া যুব সংঘের নতুন কার্যালয়ের উদ্বোধন ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর পরিবেশে। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় নিজপানুয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক ও তরুণদের উপস্থিতিতে পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিজপানুয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি জিয়াউল হাসান খন্দকার হুমায়ুন, আর সঞ্চালনায় ছিলেন সংগঠনের সভাপতি সাইফুল হক সজিব।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার। তিনি তার বক্তব্যে বলেন, “মাদক শুধু ব্যক্তিকে নয়, পুরো সমাজকে ধ্বংস করে দেয়। যুব সমাজ যদি ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে দাঁড়ায়, তবে আমরা একটি নিরাপদ প্রজন্ম গড়ে তুলতে পারব।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাধানগর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও রাধানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল হক চৌধুরী মাহাবুব, নিফাজ ফুডস-এর স্বত্বাধিকারী ফজলুল বারী মহসিন, বিশিষ্ট সমাজসেবক মহব্বত আলী মুন্সি ও হাফেজ আহাম্মদ।
এ সময় সংগঠনের সহ-সভাপতি মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের শুভেচ্ছা বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা মাদক, সন্ত্রাস ও কুসংস্কারের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান। তারা বলেন, সমাজের ইতিবাচক পরিবর্তনে তরুণরাই সবচেয়ে বড় শক্তি। তাই যুব সংঘের মতো সংগঠনগুলো যদি সমাজসেবামূলক কার্যক্রমে এগিয়ে আসে, তবে স্থানীয় উন্নয়ন আরও গতিশীল হবে।
অনুষ্ঠানে ছাগলনাইয়া থানার সেকেন্ড অফিসার, রাধানগর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আতাউল কবির ও দেলোয়ার হোসেন, জান্নাতুর রায়হান খোন্দকার, নিজপানুয়া যুব সংঘের সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষাংশে অতিথিরা সংগঠনের নতুন কার্যালয়ের উদ্বোধন করেন এবং তরুণদের হাতে মাদকবিরোধী শপথনামা তুলে দেন।