গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে চমক সৃষ্টি করেছে গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ওবায়দুর ইসলামের পদত্যাগের ঘোষণা। শুক্রবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে ওবায়দুর ইসলাম বলেন, “আমি বিগত দিনে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। আজ থেকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ-পদবি থেকে পদত্যাগ করছি। ভবিষ্যতে আর কখনও আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত থাকবো না। দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো।”
তিনি আরও বলেন, তাঁর এই সিদ্ধান্ত পুরোপুরি স্বেচ্ছায় নেয়া। কোনো ধরনের চাপ বা বাহ্যিক প্রভাব এর পেছনে নেই। ওবায়দুর ইসলামের দাবি, দলের বর্তমান নীতি ও আদর্শের সঙ্গে তিনি একমত নন, তাই এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
সংবাদ সম্মেলনে স্থানীয় রাজনৈতিক নেতা, সাংবাদিক, সমাজসেবক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। তার এই ঘোষণায় স্থানীয় রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বলছেন, এটি দলীয় অভ্যন্তরীণ অসন্তোষের বহিঃপ্রকাশ, আবার কেউ মনে করছেন এটি ব্যক্তিগত সিদ্ধান্ত।
উল্লেখ্য, মো. ওবায়দুর ইসলাম দীর্ঘদিন ধরে গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। দলীয় সংগঠন গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর পদত্যাগের ঘোষণা স্থানীয় আওয়ামী লীগের জন্য এক ধরনের অস্বস্তি তৈরি করেছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
রাজনৈতিক মহলে এখন আলোচনা, ওবায়দুর ইসলামের পদত্যাগের এই সিদ্ধান্ত কি স্থানীয় রাজনীতিতে নতুন কোনো সমীকরণ তৈরি করবে? সময়ই তার উত্তর দেবে।