সাতক্ষীরার লাবসায় এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো মা কোচিং সেন্টারের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে লাবসা ফুটবল মাঠে অনুষ্ঠিত এ টুর্নামেন্ট ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব কাজী মনিরুল ইসলাম, এবং বিশেষ অতিথি ও পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন এমামুল এহসান নাহিদ স্যার। তাদের উপস্থিতিতে মাঠে খেলোয়াড় ও দর্শকদের মাঝে অনুপ্রেরণার জোয়ার বইতে থাকে।
টুর্নামেন্টে অংশ নেয় দুটি প্রতিদ্বন্দ্বী দল —রায়হান একাদশ (সবুজ দল) এবং আরেফিন একাদশ (লাল দল)। খেলাটি শুরু থেকেই ছিল টানটান উত্তেজনায় ভরপুর। প্রথমার্ধে উভয় দলই একটি করে গোল করে সমতায় থাকে। দ্বিতীয়ার্ধে কোনো দল গোল করতে না পারায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে রায়হান একাদশ ৪-২ ব্যবধানে জয় পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা পরিচালনা করেন মোঃ আরিফুল ইসলাম রিপন। রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন প্রধান রেফারি মোঃ আরিফুল ইসলাম, সহকারী রেফারি আবু হেলাল ও মেঃ শান্ত। পুরো মাঠজুড়ে দর্শকদের উচ্ছ্বাস, করতালি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
টুর্নামেন্ট শেষে বিজয়ী দলকে ট্রফি প্রদান করা হয় এবং অংশগ্রহণকারী খেলোয়াড়দের উৎসাহিত করতে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজক মা কোচিং সেন্টার জানিয়েছে, ভবিষ্যতেও তারা এ ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত রাখবে, যাতে তরুণ প্রজন্ম খেলাধুলার প্রতি আরও আগ্রহী হয়।
খেলা শেষে স্থানীয় ক্রীড়ামোদী ও অভিভাবকরা এমন উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, “এ ধরনের আয়োজন শুধু বিনোদনই নয়, তরুণদের সুস্থ ও ইতিবাচক পথে রাখতেও বড় ভূমিকা রাখে।”