বিলাইছড়িতে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে হিল ফ্লাওয়ার কর্তৃক কুইজ প্রতিযোগীতা ও আলোচনা সভার আয়োজন

উন্নত খাদ্য এবং উন্নত ভবিষ্যতের জন্য হাতে হাত”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিলাইছড়িতে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ার। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত এ আয়োজনে ছিল র‍্যালি, কুইজ প্রতিযোগিতা ও পুষ্টিবিষয়ক আলোচনা সভা।
দিবসটি উপলক্ষে বিলাইছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে ছাত্রীদের অংশগ্রহণে আয়োজিত হয় একটি প্রাণবন্ত কুইজ প্রতিযোগিতা। প্রতিযোগিতার প্রশ্নোত্তরে উঠে আসে স্বাস্থ্য, পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক নানা তথ্য। পরে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে তিনজনকে বিজয়ী হিসেবে পুরস্কৃত করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পিআরএলসি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জ্যোতি বিকাশ চাকমা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমসি সদস্য রবার্ট বম, অসীম চাকমা, এবং বিদ্যালয়ের শিক্ষক রিবেং চাকমা, ময়না চাকমা ও প্রণয় জ্যোতি দেওয়ান প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে কৈশোরকালীন পুষ্টিকর খাদ্য গ্রহণের গুরুত্ব, বাল্যবিবাহের কুফল, এবং স্বাস্থ্য সচেতনতা বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করেন। তারা বলেন, পুষ্টিকর খাদ্য শুধু দেহের বৃদ্ধি নয়, একটি স্বাস্থ্যসম্মত সমাজ গঠনের মূলভিত্তি।
এর আগে সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
প্রসঙ্গত, রাঙামাটি পার্বত্য জেলার বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ার ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশন (MJF)-এর সহযোগিতায় “Partnership for Resilient Livelihoods in CHT Region (PRLC)” প্রকল্পের অধীনে বিলাইছড়ি উপজেলায় কাজ করছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো পাহাড়ি অঞ্চলের জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা ও পুষ্টি উন্নয়ন নিশ্চিত করা।