ফেনীতে জামায়াতের পাঁচ দফা দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলা শাখার উদ্যোগে বুধবার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “জুলাই সনদ বাস্তবায়ন” এবং “সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন”সহ পাঁচ দফা দাবিতে এ কর্মসূচি পালন করে দলটি।
সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ফেনী জেলা আমীর মুফতি আবদুল হান্নান। জেলা সেক্রেটারি মাওলানা আবদুর রহিমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।
বক্তারা বলেন, দেশে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হলে “জুলাই সনদ” বাস্তবায়ন জরুরি। জনগণের অংশগ্রহণমূলক ও প্রতিনিধিত্বশীল নির্বাচন ব্যবস্থার জন্য সংসদের উভয় কক্ষে অনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতি প্রবর্তনের দাবি জানান তারা।
ফেনী জেলা নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ, জেলা প্রচার সম্পাদক আনম আবদুর রহিম, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, শহর আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, সদর উপজেলা আমীর মাওলানা নাদেরুজ্জামান ও শ্রমিক নেতা ফারুক আহমেদ ভূঁইয়া আজাদসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জামায়াত শান্তিপূর্ণ রাজনৈতিক সংগ্রাম চালিয়ে যাবে। সরকারের প্রতি তারা পাঁচ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।
জামায়াতের নেতারা আরও বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নের স্বার্থে অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো বিকল্প নেই। জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করলেই রাষ্ট্রের গণতান্ত্রিক ভিত্তি মজবুত হবে।
স্থানীয় পর্যায়ে আয়োজিত এই মানববন্ধনে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।