গোবিপ্রবিতে কর্মকর্তাদের ডিজিটাল অফিস ম্যানেজমেন্ট প্রশিক্ষণ শুরু

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) কর্মকর্তাদের জন্য ‘ই-কমিউনিকেশন ও ডিজিটাল অফিস ম্যানেজমেন্ট’ বিষয়ক দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৪০৭ নং কক্ষে এই কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব।
কর্মশালার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেশন চলবে এবং আগামীকাল বৃহস্পতিবার কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হবে।
প্রধান অতিথি প্রফেসর ড. মাছুমা হাবিব উদ্বোধনী বক্তব্যে বলেন, “ই-কমিউনিকেশন ও ডিজিটাল অফিস ম্যানেজমেন্ট একটি সময়োপযোগী উদ্যোগ। কর্মকর্তাদের দক্ষ মানবসম্পদে পরিণত করা গেলে তারা স্মার্টভাবে বিশ্ববিদ্যালয় পরিচালনায় ভূমিকা রাখতে পারবেন। তবে শুধুমাত্র প্রশিক্ষণ নয়, নিয়মিত অনুশীলনের মাধ্যমেই প্রকৃত দক্ষতা অর্জন সম্ভব।”
উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, “ডি-নথি এখন আমাদের কাছে নতুন বিষয়। আমরা ধীরে ধীরে অগ্রসর হচ্ছি। যদিও অনেক জায়গায় ডি-নথি থাকা সত্ত্বেও কাজের গতি কম, তবে পুরোপুরি ডিজিটাল ব্যবস্থায় গেলে অফিস ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে আমাদের মডেল বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে দক্ষ জনবল অপরিহার্য।”
উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, “আমরা পেপারলেস ও দ্রুত কাজের পরিবেশ গড়ে তুলতে চাই। সময়মতো কাজ করা ও জবাবদিহিতা নিশ্চিত করা উন্নত বিশ্ববিদ্যালয়ের পথে বড় পদক্ষেপ।”
কর্মশালায় ইউজিসির স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড কোয়ালিটি অ্যাস্যুরেন্স শাখার পরিচালক ড. দুর্গা রাণী সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন একই শাখার উপ-পরিচালক মোহাম্মদ মনির উল্লাহ।