৫ দফা দাবিতে পিরোজপুরে জামায়াতের মানববন্ধন

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে পিরোজপুরে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী জেলা শাখা। বুধবার (১৫ অক্টোবর) বিকেলে পিরোজপুর টাউন ক্লাব সড়কে অনুষ্ঠিত এই কর্মসূচিতে আনুপাতিক প্রতিনিধিত্বমূলক (পিআর) পদ্ধতি প্রবর্তনসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রব এবং সঞ্চালনা করেন জেলা সহকারী সেক্রেটারি মাওলানা শেখ আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী শামীম সাঈদী।
অন্য বক্তাদের মধ্যে ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, পেশাজীবী বিভাগের সভাপতি ড. আব্দুল্লাহিল মাহমুদ, পৌর আমীর মাওলানা ইছাহাক আলী, উপজেলা আমীর মাওলানা সিদ্দিকুর রহমান এবং ছাত্রশিবির জেলা সভাপতি মোঃ ইমরান শেখ প্রমুখ।
শামীম সাঈদী বলেন, “বর্তমানে দেশের অধিকাংশ দল পিআর পদ্ধতির কথা বললেও বাস্তবে খুব কমই এটি কার্যকর হয়। যেখানে ৩০ থেকে ৩৫ ভাগ ভোটারের সমর্থন নিয়ে সংসদে বসে নতুন আইন প্রণয়ন করা হয়, সেখানে বাকি ৬৫ ভাগ ভোটারের মতামতের কোনো গুরুত্ব নেই। এটি সম্পূর্ণ অন্যায় ও অবৈধ। পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “জুলাই সনদের আইনি কাঠামোর মধ্যে দিয়ে নতুন নির্বাচন হতে হবে। অবিলম্বে জুনাই সনদ বাস্তবায়ন করা জরুরি। এছাড়া সরকারি গুম, খুন ও নির্যাতনের বিচারের ব্যবস্থা দৃশ্যমান করতে হবে। প্রতিটি দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের অবৈধ কর্মকাণ্ড বন্ধ করতে হবে।”
শামীম সাঈদী মানববন্ধন থেকে স্পষ্টভাবে হুঁশিয়ারি দেন, যে পাঁচ দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি চালানো হবে।