আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় এআরডির মানববন্ধন

খাসজমিতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করো, টেকসই কৃষি ও ন্যায়ভিত্তিক উন্নয়ন গড়ি”— এই স্লোগানে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে মানববন্ধন করেছে উন্নয়ন সংস্থা এআরডি (অ্যাসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট)।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধনে জেলার বিভিন্ন গ্রামের নারী উদ্যোক্তা, কৃষি শ্রমিক, শিক্ষার্থী ও সমাজকর্মীরা অংশ নেন।
বক্তারা বলেন, দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে নারীদের অবদান অনস্বীকার্য হলেও তারা এখনও নানা বৈষম্য ও বঞ্চনার শিকার। নারীদের ভূমি অধিকার, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সমান সুযোগ নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে।
এসময় এআরডির জেলা নির্বাহী পরিচালক ইয়াসমিন জাহান, জেলা নার্সিং প্রশিক্ষক তানজিনা, আরজু মিয়া ও বীর মুক্তিযোদ্ধা আবু হুরায়রা বক্তব্য দেন। তারা বলেন, “গ্রামীণ নারীরা যদি জমির মালিকানা ও কৃষিক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে অংশ নিতে পারেন, তাহলে টেকসই উন্নয়ন বাস্তবে রূপ নেবে।”
বক্তারা আরও বলেন, গ্রামীণ নারী শুধু পরিবারের ভরণ-পোষণ নয়, কৃষি, পশুপালন, হস্তশিল্পসহ নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। কিন্তু তাদের যথাযথ স্বীকৃতি ও ন্যায্য মজুরি এখনও নিশ্চিত হয়নি। নারীর ক্ষমতায়ন ও সমতা প্রতিষ্ঠা ছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জন সম্ভব নয়।
বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান গ্রামীণ নারীদের জন্য বিশেষ বাজেট বরাদ্দ, কর্মসংস্থানমুখী প্রশিক্ষণ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও শক্তিশালী করার জন্য। পাশাপাশি গ্রামীণ নারীদের শিক্ষা ও উদ্যোক্তা উন্নয়নে সহজ ঋণ সুবিধা চালুর দাবি তোলেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী নারীরা বলেন, “আমরা চাই স্বাবলম্বী হতে, সমাজের বোঝা নয় সম্পদ হিসেবে গণ্য হতে।”
তারা আশা প্রকাশ করেন, সরকারের ইতিবাচক উদ্যোগের মাধ্যমে গ্রামীণ নারীদের জীবনমান দ্রুত পরিবর্তন হবে।