সৌরভ বিশ্বাস, গোপালগঞ্জ।। গোপালগঞ্জে ৩ কেজি গাঁজাসহ জেসমিন বেগম (৪২) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার বিকেল ৫টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার আড়ুয়া কংশুর গ্রামের নিজ বাড়ি থেকে জেসমিন বেগমকে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মঙ্গলবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ বলেন, “গ্রেপ্তার নারী দীর্ঘদিন ধরে আড়ুয়া কংশুর এলাকায় মাদকের কারবার চালিয়ে আসছিলেন। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”