বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘ভোট দিলে বেহেশতে যাওয়া সহজ হবে, এমন প্রচারণা মানুষের সঙ্গে প্রতারণা।’
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী ওলামা দলের আয়োজিত কোরআন অবমাননা ও বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তির প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপির এই নেতা আরও অভিযোগ করেন, জামায়াত ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে। তিনি বলেন, “তারা কিছু ছেলেপেলেকে দিয়ে সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচার, কটুক্তি ও করুচিপূর্ণ কথা ছড়ানোর বাহিনী গড়ে তুলেছে। এরা মিথ্যাকে সাজিয়ে গুছিয়ে প্রতিনিয়ত প্রচার করছে।”
রিজভী আরও বলেন, “জামায়াত আওয়ামী লীগের লেজ ধরে চলতে ভালোবাসে। এখনো কেন যেন আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য কায়দা-কানুন করছে। শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামের মৌলিক নীতির বাইরে কথা বলছে তারা।”
সাধারণ মানুষের মধ্যে পিআর (পার্সোনাল রেফারেন্স) বিষয়ক জ্ঞানের অভাবের কথাও উল্লেখ করে তিনি বলেন, “যারা নভেম্বরে গণভোটের কথা বলছেন, তাদের কোনো মাস্টারপ্ল্যান আছে। তারা শর্ত দিয়ে জনগণকে বিভ্রান্ত করে জাতীয় নির্বাচনকে বিলম্বিত করতে চাচ্ছে।”
রিজভীর এই বক্তব্য দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি বিতর্কিত ইস্যু হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে, যেখানে ধর্মীয় সংবেদনশীলতা এবং রাজনৈতিক প্রচারণার মিলন ঘটেছে।