লাহোরে বিমান হামলা চালিয়েছে আফগানিস্তান : রিপোর্ট

আফগানিস্তানের বিমান বাহিনী পাকিস্তানের লাহোর শহরে হামলা চালিয়েছে। কাবুলভিত্তিক টোলো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আফগান-পাকিস্তান সীমান্তের কাছে তালেবান অবস্থানগুলোতে পাকিস্তানের সাম্প্রতিক আক্রমণের প্রতিশোধ হিসেবে এই বিমান অভিযান পরিচালিত হয়েছে।
টিভি চ্যানেলটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তালেবান কর্মকর্তারা বিমান হামলার বিস্তারিত তথ্য প্রকাশ করেননি। তবে আফগানিস্তান দাবি করেছে, সীমান্ত সংঘর্ষে পাকিস্তানের অন্তত ৫৮ জন সেনা নিহত হয়েছেন। আফগান সরকারের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, আফগান বাহিনী পাকিস্তানের ২৫টি ঘাঁটিও দখল করেছে।
অপরদিকে পাকিস্তান সরকার জানিয়েছে, তারা অন্তত ৫০ জন তালেবান যোদ্ধাকে হত্যা করেছে। পাকিস্তান সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তালেবান যোদ্ধারা কয়েকটি পোস্ট ছেড়ে পালিয়েছে। খারচার ফোর্ট, কিলা আবদুল্লাহর লেওবুন্দ অঞ্চল, মানোজাবা ব্যাটালিয়নের সদর দপ্তর এবং দুররানি ক্যাম্পসহ একাধিক ঘাঁটি সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার পাকিস্তান আফগানের সীমান্তের একটি বাজারে বোমা হামলা চালিয়ে ‘সন্ত্রাসীদের’ হত্যার দাবি করে। এরপর থেকে উভয় দেশ একে অপরের সেনাদের হত্যার দাবিতে উত্তপ্ত অবস্থায় আছে।
বিশ্লেষকরা মনে করছেন, ২০২৪ সালে পাকিস্তানের ৯০% সন্ত্রাসী হামলা ঘটেছে আফগান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান প্রদেশে। বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী পশতুন এবং বালুচ জাতিগত সংখ্যালঘুদের অধিকার রক্ষার অজুহাতে এই অঞ্চলে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী এবং বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালায়। ইসলামাবাদ দাবি করে, এসব হামলার বেশিরভাগের পেছনে তালেবান জড়িত।
উভয় দেশের সেনাদের মধ্যে এই সংঘর্ষ সীমান্তীয় উত্তেজনাকে আরও জোরালো করেছে এবং সাম্প্রতিক দিনের মধ্যে এ অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল অবস্থায় রয়েছে।