পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে নীলফামারী জেলা জামায়াতের মতবিনিময় সভা

নীলফামারী শহরের স্কাইভিউ সেন্টারে শনিবার (১১ অক্টোবর) অনুষ্ঠিত আলোচনা সভায় আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী পরিকল্পিত কর্মসূচি এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের প্রয়োজনীয়তা নিয়ে বিশিষ্টজনরা মতবিনিময় করেন। সভার সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, এবং সভাপতিত্ব করেন জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য মো: আব্দুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা নায়েবে আমির ড. খায়রুল আনাম, জেলা সহকারী সেক্রেটারি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আলফারুক আব্দুল লতিফ, সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, খেলাফত মজলিস জেলা সভাপতি সাদ্দাম হোসেন জিহাদী, সাধারণ সম্পাদক সরোয়ারুল আলম বাবু, টুপামারী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল ওহাব খান, কচুকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ, চড়াইখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা এবং আরও অনেকে।
সভায় বক্তারা জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে আয়োজনের উপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, “পিআর পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে সংসদ গঠন হলে দেশে আর কোন সরকার ফ্যাসিস্ট হবে না এবং জনগণ স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ পাবেন।” এছাড়া বক্তারা দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার প্রতি গুরুত্ব আরোপ করেন এবং বলেন, “আমরা দেশে আর কোন বিশৃঙ্খলা চাই না।”
সভাপতি অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, “জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়া উচিত। এছাড়া অন্তর্বর্তী সরকার বাস্তবায়নের প্রয়োজনীয়তাও অপরিহার্য।” তিনি ইসলামী দলগুলোর নেতাকর্মীদের একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান।