গোপালগঞ্জে অজ্ঞাত পিকআপের ধাক্কায় পথচারীর মৃত্যু

গোপালগঞ্জে বেপরোয়া গতির একটি অজ্ঞাত পিকআপ ভ্যানের চাপায় পরেশ বালা (৬০) নামে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৭টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের কংশুর বাসস্ট্যান্ডের পাশে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত পরেশ বালা সদর উপজেলার আড়ুয়া কংশুর গ্রামের মৃত রূপচাঁদ বালার ছেলে।
বৌলতলী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) এমানুর রহমান জানান, সকালে পরেশ বালা জমিতে কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। এ সময় একটি পিকআপ ভ্যান বেপরোয়া গতিতে কংশুর এলাকায় এসে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনার পর চালক দ্রুত গাড়িসহ পালিয়ে যায় বলে জানায় পুলিশ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের এই অংশে নিয়মিতভাবে বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করে। পর্যাপ্ত ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা ও স্পিডব্রেকার না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত মহাসড়কটিতে গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা ও নিয়মিত পুলিশ টহলের দাবি জানিয়েছেন।
সড়ক দুর্ঘটনা এখন দেশের বিভিন্ন অঞ্চলে এক ভয়াবহ সমস্যা হিসেবে দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, চালকের বেপরোয়া আচরণ, সড়কের নাজুক অবস্থা ও পর্যাপ্ত মনিটরিংয়ের অভাবই এসব দুর্ঘটনার মূল কারণ। গোপালগঞ্জের এই ঘটনাও তারই একটি করুণ উদাহরণ।