ফেনীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু ১২ অক্টোবর

ফেনীতে আগামী ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে এক মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন, যা চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। জেলার ৯ মাস থেকে ১৫ বছর বয়সী (শিক্ষাপ্রতিষ্ঠানে নবম শ্রেণি পর্যন্ত) প্রায় ৪ লাখ ২৫ হাজার শিশুকে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV) দেওয়া হবে।
বৃহস্পতিবার ফেনী জেলা সিভিল সার্জন কার্যালয়ে এই ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম। উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. ঈমাম হোসেন ও ডা. আমির খসরু তারেক।
সংবাদ সম্মেলনে জানানো হয়, টাইফয়েড টিকাদান কর্মসূচির আওতায় ফেনী জেলায় মোট ১,১০৫টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে ৭টি স্থায়ী কেন্দ্র ও ১,০৯৮টি অস্থায়ী কেন্দ্র থাকবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এসব কেন্দ্রে টিকা প্রদান করা হবে।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম বলেন, “টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ। এই টিকাদান ক্যাম্পেইনের মাধ্যমে আমাদের শিশুরা অনেকাংশে সুরক্ষিত থাকবে। ক্যাম্পেইন সফল করতে প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক ও সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত জরুরি।”
তিনি আরও জানান, ফেনীতে এর আগেও সফলভাবে বিভিন্ন জাতীয় টিকাদান কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। এবারও সকলের সহযোগিতায় এ কর্মসূচি শতভাগ সফল করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষজ্ঞদের মতে, দূষিত পানি ও খাদ্যের মাধ্যমে ছড়ানো টাইফয়েড জ্বর এখনো বাংলাদেশের জনস্বাস্থ্যের বড় হুমকি। টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV) শিশুদের দীর্ঘমেয়াদী সুরক্ষা দিতে সক্ষম। ফলে টিকাদানই এই রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অভিভাবকদের অনুরোধ করা হয়েছে নির্ধারিত সময়ে সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যেতে, যেন কোনো শিশু টিকা থেকে বাদ না পড়ে।