ইসলামী ব্যাংকে এস আলমের প্রভাবের বিরুদ্ধে গোপালগঞ্জে উত্তাল মানববন্ধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে এস আলম গ্রুপের প্রভাবে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত অদক্ষ কর্মকর্তাদের স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টায় জেলা শহরের প্রধান ব্যস্ততম বাজার সড়কে ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক সমাজ এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক গ্রাহক অংশ নেন। তারা দাবি জানান, ইসলামী ব্যাংকের ঐতিহ্য ও বিশ্বাসযোগ্যতা আজ মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে এস আলম গ্রুপের প্রভাব, অনিয়ম ও বিতর্কিত নিয়োগের কারণে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন এনামুল হক খান। বক্তব্য রাখেন গ্রাহক সুহীন শিকদার, শুকুর হাসান, জিল্লুর রহমান ও শমসের আলী। বক্তারা বলেন, “শরিয়া ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার প্রতি জনগণের আস্থা রক্ষায় ব্যাংকের ভেতরে অনিয়ম ও অদক্ষ নিয়োগের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।”
বক্তারা আরও বলেন, এস আলম গ্রুপের প্রভাবে ব্যাংকের নৈতিক ভিত্তি আজ চরমভাবে ক্ষুণ্ণ হচ্ছে। বহু বছরের গড়ে ওঠা ইসলামী ব্যাংকের সুনাম এখন ধ্বংসের মুখে। এ অবস্থায় তারা অবিলম্বে এস আলম গ্রুপের প্রভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের স্থায়ী বহিষ্কার ও সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।
গ্রাহক ইমদাদুল হক বলেন, “এস আলম গ্রুপের মাধ্যমে ইসলামী ব্যাংকের অভ্যন্তরে অনৈতিক কার্যক্রম চলছে। এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি না হলে দেশের ব্যাংকিং খাত আরও সংকটে পড়বে।”
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ইসলামী ব্যাংক দেশের মানুষের ধর্মীয় ও আর্থিক আস্থার প্রতীক—এ প্রতিষ্ঠানে কোনোভাবেই অদক্ষ ও অনৈতিক প্রভাব বরদাস্ত করা হবে না।