মনোহরদীতে ভোক্তা অধিকার এর অভিযানে”শান্ত মিষ্টান্ন ভান্ডারকে”জরিমানা

নরসিংদীর মনোহরদীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে “শান্ত মিষ্টান্ন ভান্ডার” নামে একটি মিষ্টির দোকানকে জরিমানা করা হয়েছে। ভোক্তাদের সঙ্গে প্রতারণার উদ্দেশ্যে ওজনে কারচুপি এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদনের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার গোতাশিয়া ইউনিয়নের মুন্সিরবাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে “শান্ত মিষ্টান্ন ভান্ডার”-এ দেখা যায়, দোকানটি অতিরিক্ত ওজনের (১৯৪ গ্রাম) মিষ্টির কার্টুন ব্যবহার করে ওজনে কারচুপি করছে। এতে ক্রেতারা অজান্তেই প্রাপ্ত পণ্যের চেয়ে বেশি দাম পরিশোধ করছিলেন। একই সঙ্গে দোকানে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের অনুপযুক্ত পরিবেশও পরিদর্শক দলের নজরে আসে।
এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’–এর ৪৩ ও ৪৬ ধারায় ৫,০০০ টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক মাহমুদুর রহমান বলেন, “ভোক্তার স্বার্থ রক্ষায় নিয়মিত বাজার তদারকি চলছে। ওজনে কারচুপি বা ভেজাল খাদ্য বিক্রির মতো অনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানে সহায়তা করেন স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ শাহনেওয়াজ, নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ মোবারক হোসেন, এবং নরসিংদী জেলা পুলিশ লাইন্সের সদস্যরা।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এমন পদক্ষেপে স্থানীয় ক্রেতারা সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, বাজারে ন্যায্য বাণিজ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত হওয়া প্রয়োজন।