কাইতলা আলীম উদ্দিন জোবেদা (অনার্স) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন মোহাম্মদ শামীম ভূঁইয়া

নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা আলীম উদ্দিন জোবেদা (অনার্স) কলেজের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করলেন মোহাম্মদ শামীম ভূঁইয়া। তিনি ২রা অক্টোবর-২০২৫ ইং দায়িত্ব গ্রহণ করেন এবং ৫ই অক্টোবর-২০২৫ ইং রোজ রবিবার প্রথমদিন কলেজে যোগদান করেন।
মোহাম্মদ শামীম ভূঁইয়া নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামের সন্তান। তিনি ইসলামের ইতিহাস বিষয়ের অধ্যাপক হিসেবে সুপরিচিত। যোগদানের সময় তিনি জানান, “আমি সকলের সার্বিক সহযোগিতা কামনা করি। সকলকে সাথে নিয়ে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব এবং সকলের পরামর্শকে গুরুত্ব দিয়ে কাজ করব।”
কাইতলা আলীম উদ্দিন জোবেদা (অনার্স) কলেজের গভর্নিং বডির সভাপতি ও অন্যান্য সদস্যরা নতুন অধ্যক্ষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন। কলেজের সুদীর্ঘ ইতিহাস এবং স্থানীয় সুনামের কারণে এই পদে মোহাম্মদ শামীম ভূঁইয়ার নিয়োগকে স্থানীয়রা সময়োপযোগী ও সঠিক সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করেছেন।
অভিভাবক, শিক্ষার্থী এবং শিক্ষক সমাজের মধ্যে ইতোমধ্যেই নতুন অধ্যক্ষের প্রতি প্রত্যাশা এবং বিশ্বাস দৃঢ় হয়েছে। শিক্ষার্থী ও স্থানীয়রা আশা প্রকাশ করেছেন যে, মোহাম্মদ শামীম ভূঁইয়ার নেতৃত্বে কলেজটি এলাকায় শিক্ষার মান ও সুনামের নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।
বিশেষভাবে উল্লেখযোগ্য যে, কাইতলা আলীম উদ্দিন জোবেদা (অনার্স) কলেজ একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। স্থানীয় জনগণ এবং সাবেক শিক্ষার্থীরা একত্রে এই প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য সদা আগ্রহী। নতুন অধ্যক্ষের নেতৃত্বে শিক্ষার মান, প্রশাসনিক কার্যক্রম ও শিক্ষার্থীদের সার্বিক বিকাশে আরও ইতিবাচক পরিবর্তন আশা করা হচ্ছে।
মোহাম্মদ শামীম ভূঁইয়ার যোগদান কেবল কলেজের শিক্ষাগত পরিবেশে নয়, বরং নবীনগর উপজেলার শিক্ষার মান ও সুনামের বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয়রা তাকে একটি যোগ্য, সৎ ও মেধাবী শিক্ষাবিদ হিসেবে অভিহিত করেছেন।