বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরের উপর দিয়ে ভারি থেকে অতি ভারী বৃষ্টিসহ দমকা বা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে হবে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি আসতে সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে।
এছাড়াও, বঙ্গোপসাগরে লঘুচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশের সব বিভাগে ভারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষভাবে, পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
আবহাওয়াবিদরা সতর্ক করে বলছেন, বর্ষা ও ঝড়ের কারণে নদী-নালা ও খালসহ নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার এবং সমুদ্র অঞ্চলে মাছ ধরার নৌকা ও ট্রলারসহ সকল জাহাজ চলাচলে বিশেষ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।