শারদীয় দুর্গা পূজা-২০২৫ উপলক্ষে রাজবাড়ী জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পূজার আনন্দমুখর পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসক (ডিসি) সুলতানা আক্তার ও পুলিশ সুপার (এসপি) মো. কামরুল ইসলাম মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
মহাঅষ্টমীর রাতে তারা শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মণ্ডপ ঘুরে দেখেন। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন আমতলা সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপে পৌঁছালে আয়োজক কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পূজামণ্ডপ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক অশোক সরকার, জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক অনিন্দিতা গুহ বানী, সদস্য সচিব বাবলু চক্রবর্তী, আমতলা সার্বজনীন দুর্গাপূজা কমিটির সভাপতি পরিমল সরকার ও সাধারণ সম্পাদক প্রদীপ সাহাসহ স্থানীয় বিশিষ্টজনেরা।
এছাড়া জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু রাসেল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক প্রমুখ।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার পূজার নিরাপত্তা ব্যবস্থা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন এবং আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন। তারা আশ্বাস দেন যে, পূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।
পূজায় আগত দর্শনার্থীদের নিরাপত্তা, যানজট নিয়ন্ত্রণ এবং নির্বিঘ্ন পরিবেশ বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। সকলের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন সম্ভব হবে।”
শারদীয় দুর্গাপূজা এখন দেশের অন্যতম বড় ধর্মীয় ও সামাজিক উৎসবে পরিণত হয়েছে। রাজবাড়ীর পূজামণ্ডপগুলোতে প্রতিদিন হাজারো ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটছে। প্রশাসনের তদারকি ও আইন-শৃঙ্খলা বাহিনীর সর্বাত্মক প্রচেষ্টায় এ বছরও পূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা করছে স্থানীয় পূজা উদযাপন পরিষদ।