নীলফামারীতে শিবিরের সাবেক নেতার কবর জিয়ারত অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নীলফামারী সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি ও জেলা প্রশিক্ষণ বিষয়ক সাবেক সম্পাদক হাফেজ শরিফুল ইসলাম রুবেলের কবর জিয়ারত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় নীলফামারী সদর উপজেলার কুন্দুপুকুর কবরস্থানে এ জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এই সময় মরহুম রুবেলের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন শিবিরের সাবেক জেলা সভাপতি মিজানুর রহমান। কবর জিয়ারতে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—সাবেক জেলা সভাপতি হাফিজুল ইসলাম, আহমাদ রায়হান, রন্জু ইসলাম, শহর শাখার সভাপতি মাজেদুল ইসলাম, সেক্রেটারি সেলিম ইসলাম, দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম, সরকারি কলেজ শাখার সভাপতি হাসান আলী এবং মরহুম রুবেলের পিতা ওসমান আলী।
২০১৭ সালের ২৯ সেপ্টেম্বর শরিফুল ইসলাম রুবেল একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। সংগঠনের কাজে রংপুরগামী অবস্থায় সিও বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। দুর্ঘটনায় তার সঙ্গে থাকা তৎকালীন জেলা দপ্তর সম্পাদক আবু বকর সিদ্দিক গুরুতর আহত হন। পরে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থতা ফিরে পান।
প্রতি বছরই তার মৃত্যুবার্ষিকীতে সাবেক ও বর্তমান শিবির নেতারা কবর জিয়ারতের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে থাকেন। এ বছরও ব্যতিক্রম হয়নি। জিয়ারতে উপস্থিত নেতৃবৃন্দ মরহুম রুবেলের জান্নাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি তারা দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করেন।
স্থানীয় পর্যবেক্ষকরা মনে করেন, রাজনৈতিক অঙ্গনে সক্রিয় তরুণ নেতৃত্ব হিসেবে শরিফুল ইসলাম রুবেলকে স্মরণ করেন অনেকেই। তার অকাল মৃত্যুতে সংগঠন যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি পরিবারও হারিয়েছে এক মেধাবী সন্তান।