মুকসুদপুরে স্কুলের রাস্তা নির্মাণ কাজে বাঁধা দেওয়ার অভিযোগ বিএনপি নেতা মো. হেদায়েত মুন্সীর বিরুদ্ধে

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া এম, কে, বি, এইচ উচ্চ বিদ্যালয়ের রাস্তা নির্মাণ কাজে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা ও কাশালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হেদায়েত হোসেন মুন্সীর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, উন্নয়ন প্রকল্পের আওতায় কাশালিয়া-মোচনা সড়কের সঙ্গে স্কুলের রাস্তা সংযুক্ত করার উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। কাজের সুবিধার্থে বিদ্যালয়ের পাশে থাকা ছোট-বড় ১১টি গাছ দ্রুত অপসারণের নির্দেশ দেন উপজেলা প্রকৌশলী ও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। পরে স্কুল কর্তৃপক্ষ উপজেলা প্রশাসনকে অবহিত করে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গাছ কেটে বিদ্যালয়ের আসবাবপত্র তৈরির উদ্যোগ নেয়।
কিন্তু এ কাজ শুরু হওয়ার পর বিএনপি নেতা হেদায়েত মুন্সী অভিযোগ তোলেন, তাকে না জানিয়ে গাছ কাটা হয়েছে। এ বিষয়ে তিনি স্কুল কর্তৃপক্ষ ও সাবেক ম্যানেজিং কমিটির সদস্যদের চাপ দেন এবং সরকারি উন্নয়ন কাজ বন্ধ রাখার নির্দেশ দেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় জমিদাতা ও বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য রওশন আলী সিকদার এবং শেখ শাহাবুদ্দিন রিপন জানান, “বিদ্যালয়ের স্বার্থে গাছ কাটা হয়েছে। আমরা কোনো বাঁধা দিইনি। কিন্তু স্থানীয় বিএনপি নেতা এসে বাধা দিয়েছেন। এটি মোটেও সঠিক হয়নি।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সচীন্দ্র নাথ বিশ্বাস বলেন, “হেদায়েত মুন্সী আমার ছাত্র। তিনি কোনো অর্থ দাবি করেননি। তবে সরকারি নিয়ম মেনে গাছ কাটা হয়েছে কি না, সেই কাগজপত্র দেখতে চেয়েছেন।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মুকসুদপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কাশালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেদায়েত মুন্সী বলেন, “আমি কোনো বাঁধা দিইনি। শুধু অভিভাবক হিসেবে জিজ্ঞাসা করেছি, গাছ কাটা হয়েছে কি সরকারি নিয়ম অনুযায়ী? তাদের কাছে বন বিভাগ বা উপজেলা প্রশাসনের অনুমতির কাগজপত্র নেই।”
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী গাছ কাটার অনুমতি নিতে হবে। তবে স্থানীয় পর্যায়ে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তর্ক-বিতর্ক শুরু হয়েছে।