নোয়াখালীর সুবর্ণচরে ফ্রিজ মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের চরকাজী মোখলেছ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম ইমাম হোসেন (৩৪)। তিনি চরজুবলী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের মো. বোরহানের ছেলে এবং পেশায় একজন ফ্রিজ মিস্ত্রি ছিলেন। স্থানীয়ভাবে তিনি এলাকায় বিভিন্ন বাড়ি ও দোকানে ফ্রিজ মেরামতের কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ইমাম হোসেন আটকপালিয়া বাজার এলাকার সাহেদ ডাক্তারের বাড়িতে ভাড়াটিয়া শান্তর ফ্রিজ মেরামত করতে যান। ফ্রিজের বিদ্যুতের সংযোগে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা ছুটে আসলেও ততক্ষণে প্রাণ হারান ইমাম।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, এটি একটি দুঃখজনক দুর্ঘটনা।
হঠাৎ এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন। স্থানীয়রা জানান, ইমাম হোসেন ছিলেন পরিশ্রমী ও শান্ত স্বভাবের মানুষ। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও পরিচিতজনেরা গভীর শোক প্রকাশ করেছেন।
বাংলাদেশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুর্ঘটনার সংখ্যা প্রতিবছর বেড়েই চলেছে। বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতা বৃদ্ধি ও বৈদ্যুতিক কাজ করার সময় সুরক্ষার বিষয়গুলো কঠোরভাবে মেনে চললে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব।