শেরপুর জেলার নালিতাবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে স্থানীয় পূজা মণ্ডপগুলোতে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও সমাজসেবক মোঃ ফরহাদ হোসেন। তিনি গাজীপুর টঙ্গীর একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে জনকল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন।
গত ২৮ সেপ্টেম্বর (রোববার) রাতে মরিচপুরান ইউনিয়নের প্রতিটি পূজা মণ্ডপে এই আর্থিক সহায়তা পৌঁছে দেন তার প্রতিনিধিরা। স্থানীয় পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে নগদ অর্থ তুলে দেন তারা। এ সময় উপস্থিত ছিলেন ফরহাদ হোসেনের ঘনিষ্ঠ সহকর্মী ফখরুল ইসলাম, কামরুজ্জামান কানন, মো. স্বপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নগদ অর্থ পেয়ে পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ উদ্যোগকে সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, ধর্মীয় উৎসবে সবাই একসঙ্গে আনন্দ ভাগাভাগি করলে সমাজে শান্তি ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় হয়।
এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরহাদ হোসেন জানান, “বাংলাদেশ হলো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজায় আমি সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করি। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচিত হলে আমি জনগণের পাশে থেকে এভাবেই কাজ চালিয়ে যেতে চাই।”
স্থানীয়রা মনে করছেন, এ ধরনের উদ্যোগ শুধু সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধি করে না, বরং স্থানীয় উন্নয়ন ও সামাজিক সহযোগিতার পথও প্রশস্ত করে।