গোপালগঞ্জের ডুমদিয়া এলাকায় বাস চাপায় এক ব্যক্তি নিহত

প্রভাত বিশ্বাস, গোপালগঞ্জ।। গোপালগঞ্জের ডুমদিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় টিটো গাজী নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল বেলায় ডুমদিয়া এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে টিটো গাজীকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
নিহত ব্যক্তির নাম টিটো গাজী। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করেন, তবে গুরুতর আঘাত পাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়দের দাবি, ওই এলাকায় দীর্ঘদিন ধরে বেপরোয়া গতিতে বাস চলাচল করছে। দুর্ঘটনার পর তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট বাস ও চালককে আটক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।