শার্শায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন

যশোরের শার্শায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে দৈনিক দিনকাল ও দৈনিক লোকসমাজ পত্রিকার শার্শা উপজেলা প্রতিনিধি সাংবাদিক মনিরুল ইসলাম মনির নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের উলাশী গিলাপোল বাজারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে গিলাপোল এলাকার শত শত নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, সাংবাদিক মনির বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তারা অবিলম্বে মামলা প্রত্যাহার, সুষ্ঠু তদন্ত এবং মনিরের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
এলাকাবাসীর অভিযোগ, একটি সাজানো ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় রূপ দেওয়া হয়েছে। তারা বলেন, “মনিরুল ইসলাম মনিরের বিরুদ্ধে এই মামলা প্রকৃতপক্ষে সাংবাদিকতার স্বাধীনতা দমনের অপচেষ্টা।”
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর উলাশী ইউনিয়নের গিলাপোল এলাকার এক নারী তার ছেলেকে বলৎকারের অভিযোগ এনে শার্শা থানায় অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ সেই অভিযোগকে মামলায় রূপান্তর করে তদন্ত ছাড়াই সাংবাদিক মনিরুল ইসলাম মনিকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়।
এই ঘটনায় সাংবাদিক মহলসহ সচেতন নাগরিক সমাজ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা মনে করছেন, স্বাধীন সাংবাদিকতার পথ রুদ্ধ করতে এ ধরনের হয়রানিমূলক মামলা দেশের গণমাধ্যমের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে।