বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় ঘোষিত ৫ দফা দাবির অংশ হিসেবে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নড়াইল পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে ছোট ছোট মিছিল শহরের প্রেসক্লাবের সামনে এসে একত্রিত হয়। পরে সেখানে আয়োজিত হয় বিক্ষোভ সমাবেশ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য ও সাবেক নড়াইল জেলা আমির মির্জা আশেক এলাহী। প্রধান বক্তা ছিলেন নড়াইল জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু এবং সভাপতিত্ব করেন নড়াইল সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল আমিন।
বক্তব্যে প্রধান বক্তা আতাউর রহমান বাচ্চু বলেন, “যারা এখনো ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের মতো প্রহসনের নির্বাচন করার স্বপ্ন দেখেন, তাদের সেই স্বপ্ন বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হবে। তারা বুঝতে চান না পিআর কী। ১৯৯১ সালে আমাদের উদারতার কারণে বিএনপি সরকার গঠন করতে পেরেছিল। আমরা যদি সেদিন সমর্থন না দিতাম, অন্য দল ক্ষমতায় যেত।”
তিনি আরও যোগ করেন, “১৯৯৪ সালে মাগুরা উপনির্বাচনে ভোট ডাকাতির কারণে বিএনপি সরকারে থেকেও কেয়ারটেকার ব্যবস্থার দাবি তুলতে বাধ্য হয়েছিল। অথচ সেই ব্যবস্থাই পরে তারা নিজেরাই সংবিধানে সংযোজন করে ক্ষমতা থেকে বিদায় নেয়।”
অন্যান্য বক্তারা বলেন, জনগণের ন্যায্য দাবি আদায়ে জামায়াতে ইসলামী সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার নিশ্চিত করা এবং উন্নয়নের স্বার্থে তাদের আন্দোলন চলমান থাকবে। তারা হুঁশিয়ারি দেন, জনগণের দাবিকে উপেক্ষা করা হলে এর পরিণতি ভালো হবে না।
সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, যাতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির মধ্যেও কর্মসূচি কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই শেষ হয়।