নীলফামারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের সদর উপজেলা শাখার উদ্যোগে তিন দফা দাবিতে গণ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত এ সমাবেশে বক্তারা জাতীয় নির্বাচনে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি বাস্তবায়নসহ প্রয়োজনীয় রাষ্ট্র কাঠামোর সংস্কার এবং খুনিদের দৃশ্যমান বিচারের দাবি জানান।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা ও নীলফামারী-২ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট হাফেজ মাওলানা এম হাছিবুল ইসলাম। তিনি বক্তব্যে বলেন, “পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন জনগণের স্বার্থ রক্ষা করবে না। ২০০৮ সাল থেকেই আমরা এই দাবি করে আসছি। এবারও পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না।”
তিনি আরও জানান, জনগণের ভোটে হাতমাখা মার্কায় নির্বাচিত হলে নীলফামারীকে একটি আধুনিক জেলায় রূপান্তরিত করবেন। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি মুহাম্মদ ইয়াছিন আলী, জেলা সেক্রেটারি মাওলানা আসাদুজ্জামান বিপ্লব, জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের সহ-সভাপতি হাফেজ মাওলানা আশিকুর রহমান আশরাফী, জাতীয় শিক্ষক ফোরামের জেলা সাধারণ সম্পাদক মাওলানা জহুরুল ইসলাম, পৌর শাখার সভাপতি সজিব আনোয়ার চৌধুরীসহ ইসলামী যুব আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন, ছদর দ্বীনি সংগঠন ও ইসলামী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
বক্তারা বলেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য পিআর পদ্ধতি অত্যন্ত জরুরি। এটি কার্যকর হলে জনগণের প্রকৃত ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে এবং জাতীয় সংসদে সব শ্রেণির প্রতিনিধিত্ব নিশ্চিত হবে।
সমাবেশ শেষে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল বের করেন। এতে শত শত মানুষ অংশ নেন এবং বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।