নোয়াখালীর চাটখিলে সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর বিকেলে চাটখিল-ঢাকা রামগঞ্জ মহাসড়কে এ অভিযান পরিচালনা করেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।
অভিযান চলাকালে পৌরসভার নির্ধারিত বাস স্ট্যান্ডের বাইরে গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা ও যানজট সৃষ্টি করায় বিভিন্ন পরিবহনের চালক ও মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। সড়ক পরিবহন আইন অনুযায়ী জননী, আল বারাকা বাস ও মোটরসাইকেল চালকদের মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।