রাঙ্গামাটির বিলাইছড়িতে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন। সভাপতিত্ব করেন বিলাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম ফকির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, কোষাধ্যক্ষ জসিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক ইলিয়াস, সহ-সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নুরুন্নবী এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখার আহ্বায়ক নাছির উদ্দিন অর্ণব। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাফর আহম্মেদ।
প্রধান অতিথি অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন বলেন, “বাংলাদেশে বহু রাজনৈতিক দল থাকলেও কেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন— সেই ইতিহাস জানতে হবে। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যুদ্ধ করেছিলেন এবং বিজয় এনে দিয়েছিলেন। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর একদলীয় শাসন চাপিয়ে দেওয়া হয়। তখনই বহুদলীয় গণতন্ত্র ও জাতীয়তাবাদ ফিরিয়ে দিতে বিএনপি প্রতিষ্ঠা করেন।”
তিনি আরও বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। এই নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশে কোনো অবস্থাতেই স্বৈরাচার প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না।”
অনুষ্ঠানে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং গণতন্ত্র রক্ষায় সকল ষড়যন্ত্র মোকাবেলার শপথ নেন।
এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় হাজারো নেতাকর্মী একটি বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন। র্যালিটি বিলাইছড়ি বাজার পল্টন ঘাট থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়। পরে জাতীয় ও দলীয় সঙ্গীত পরিবেশন এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়।