দৈনিক কালবেলার বরিশাল জেলা ব্যুরো প্রধান আরেফিন তুষারের ইন্তেকাল

বরিশালের সাংবাদিক মহল আজ গভীর শোকে মুহ্যমান। দৈনিক কালবেলা পত্রিকার বরিশাল জেলা ব্যুরো প্রধান আরেফিন তুষার আর নেই। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বরিশাল প্রেস ক্লাবের ক্রীড়া বিষয়ক সম্পাদক খান রুবেল গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। মাত্র চল্লিশোর্ধ্ব বয়সী এই সাংবাদিকের অকাল মৃত্যুতে সহকর্মীরা বিস্মিত ও মর্মাহত হয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করে আসছিলেন এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ের নানা সংবাদ সংগ্রহে সক্রিয় ভূমিকা রেখেছেন।
আরেফিন তুষার বরিশালের হিজলা উপজেলার বাসিন্দা ছিলেন। পেশাদারিত্ব, আন্তরিকতা ও কর্মনিষ্ঠার কারণে তিনি সহকর্মীদের কাছে ছিলেন অত্যন্ত প্রিয়। সাংবাদিকতার পাশাপাশি তিনি ছিলেন একজন সংস্কৃতি ও ক্রীড়া-প্রেমী মানুষ। সহকর্মীদের মতে, তার মতো তরুণ ও উদ্যমী সাংবাদিকের চলে যাওয়া বরিশালের গণমাধ্যম অঙ্গনে অপূরণীয় শূন্যতা তৈরি করবে।
তার মৃত্যুতে বরিশাল সাংবাদিক ইউনিয়ন, বরিশাল প্রেস ক্লাব এবং স্থানীয় বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। তারা বলেন, “আরেফিন তুষারের মতো সাংবাদিকের মৃত্যু কেবল একটি পরিবারের ক্ষতি নয়, এটি পুরো সাংবাদিক সমাজের ক্ষতি।”
সাংবাদিক মহলের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরাও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
তরুণ বয়সে এমন আকস্মিক প্রয়াণ সাংবাদিক সমাজের জন্য একটি বড় আঘাত। অনেকেই মনে করছেন, সাংবাদিকতায় তার মেধা ও অভিজ্ঞতা আগামী দিনে বরিশাল তথা দেশের গণমাধ্যমকে আরও সমৃদ্ধ করতে পারত। কিন্তু তার অসময়ে চলে যাওয়া সেই সম্ভাবনাকে চিরতরে নিভিয়ে দিয়েছে।